ক্যাপিটল হিলে নির্বাচিত কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ছিল: ফেডারেল প্রসিকিউটরদের দাবি

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় নতুন পর্যালোচনা উপস্থাপন করেছেন কেন্দ্রীয় প্রসিকিউটররা। আদালতে দায়ের করা অভিযোগপত্রে তারা বলেছেন, ‘নির্বাচিত কর্মকর্তাদের আটক করে হত্যার’ উদ্দেশ্য ছিল হামলাকারীদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৮০টিরও বেশি মামলা হয়েছে। অভিযুক্তদের অনেককেই এরইমধ্যে শনাক্ত ও আটক করেছে এফবিআই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবি দেখে দুই শতাধিক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি মাইকেল শেরউয়িন বলেন, প্রাথমিকভাবে অনেক অভিযোগকে লঘু বলে মনে হলেও সামনে আরও বেশ কিছু গুরুতর অভিযোগ দায়ের হবে। আইন মন্ত্রণালয় তাদের তদন্ত অব্যাহত রেখেছে। প্রসিকিউটর ও ফেডারেল এজেন্টরা গুরুতর অভিযোগও দায়ের করতে শুরু করেছেন।

এরইমধ্যে নতুন এক পর্যালোচনাপত্রে প্রসিকিউটররা হামলার ‍দিন মাথায় শিং পরিহিত অবস্থায় সিনেটে ভাইস প্রেসিডেন্টের ডেস্কের উপর উঠে পড়া সে জ্যাকব চ্যান্সলিকে আটক করার পরামর্শ দিয়েছেন।

প্রসিকিউটররা লিখেছেন, ‘ক্যাপিটলে চ্যান্সলির নিজের বক্তব্য ও কর্মকাণ্ডসহ এ ব্যাপারে যেসব আলামত রয়েছে তা থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র সরকারের নির্বাচিত কর্মকর্তাদের আটক ও হত্যা করার উদ্দেশ্য ছিল হামলাকারীদের।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে অনুপ্রবেশ ও সহিংসতার ঘটনায় ছবিতে শনাক্ত হওয়া শিংযুক্ত ও বুকে ট্যাটু আঁকা ব্যক্তি ছিলেন জ্যাকব  চ্যান্সলি। তিনি নিজেকে কট্টর ডানপন্থি ‘কিউঅ্যানন’ গ্রুপের একজন ‘ডিজিটাল সৈনিক’ বলে দাবি করেন।বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা অনেকদিন ধরেই ‘কিউঅ্যানন’ নামে একটি ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপনের চেষ্টা করছেন। সেই তত্ত্বের ভিত্তিতে প্রচার করা হচ্ছিলো: ট্রাম্পকে হঠাতে শিশু যৌন নিপীড়নকারীরা একজোট হয়েছে। এদের মধ্যে রয়েছেন ডেমোক্র্যাটদের বড় নেতা, হলিউড সেলেব্রিটিরাও রয়েছেন।

শুক্রবার চ্যান্সলির আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।