অভিবাসন প্রত্যাশীদের নৌকায় গুলি, লিবিয়ার কাছে ব্যাখা চেয়েছে ইইউ

ভূমধ্যসাগরে একদল ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীকে বিপজ্জনকভাবে তাড়া করেছে লিবিয়ার নৌবাহিনী। এমনকি অভিবাসন প্রত্যাশী নৌকাটির দিকে সতর্কতামূলক গুলিও ছুড়ে তারা। এমন দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় বয়ে যায়।

সাম্প্রতিক সময়ে অবৈধ উপায়ে উত্তাল ভূমধ্যসাগর পাড়িয়ে দিয়ে স্বপ্নের ইউরোপের দিকে যাওয়ার ঘটনা বেড়েছে। অভিবাসন প্রত্যাশীদের এমন যাত্রা ঠেকাতে সাগরে তল্লাশি চালায় লিবিয়া।

এরই অংশ হিসেবে ছোট ইঞ্জিনচালিত কাঠের নৌকায় বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশী সমুদ্রপথে ইউরোপের দিকে যাত্রা করে। হঠাৎ তাদের তাড়া করে লিবীয় কোস্টগার্ডের একটি জাহাজ। নৌকাটির চারপাশে বিপজ্জনকভাবে চক্কর দেয় তারা।এসময় বেশ কয়েকবার জাহাজটি ছোট নৌকাটিকে ধাক্কা মারার চেষ্টা করে। তারা নৌকার দিকে গুলিও চালায়।

ভূমধ্যসাগরে পর্যবেক্ষণ মিশন চালানোর সময় ওই দৃশ্য ক্যামেরাবন্দি করে জার্মানের বেসরকারি সংগঠন সি-ওয়াচ। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে।

ওই ঘটনার সময় সংগঠনটি লিবিয়ার কর্তৃপক্ষকে অভিবাসন প্রত্যাশীদের জীবন হুমকিতে না ফেলতে অনুরোধ জানায়। কিন্তু লিবীয় সরকার জানায়, নৌকাটিকে উদ্ধারে চেষ্টা করে তারা। পরবর্তীতে ইতালির একটি বন্দরে গিয়ে পৌঁছাতে সক্ষম হয় নৌকাটি। অভিবাসন প্রত্যাশীদের নৌকার দিকে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইইউ। শুক্রবার সংস্থাটির মুখপাত্র পিটার স্টানো এ ঘটনায় লিবিয়ার সরকারের কাছে ব্যাখা চেয়েছেন।