‘এত পাখি কোথায় রাখি’

যুক্তরাষ্ট্রের একটি প্রাণী কল্যাণ গোষ্ঠী জানিয়েছে, ৮ শতাধিক বাজরিগার পাখি তাদের কাছে হস্তান্তরের ঘটনায় তারা অবাক হয়েছে। ডেট্রয়েট অ্যানিমেল ওয়েলফেয়ার গ্রুপ নামের প্রতিষ্ঠানটি ফেসবুকে লিখেছে, ‘বড়দিনের উপহার, যা আমরা প্রত্যাশা করিনি’।

পাখিগুলো দুটি ধাপে তাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো পাঠিয়েছেন পাখিগুলোর মালিকের ছেলে। ওই মালিক এগুলো একটি কক্ষে রেখেছিলেন। আশ্রয়কেন্দ্র কক্ষটির পরিস্থিতি ‘খুব অস্বাস্থ্যকর’ বলে উল্লেখ করেছে।

গ্রুপটি আরও লিখেছে, মালিকের দায়িত্বজ্ঞানহীনতা ক্ষুব্ধ করার মতো।

২৩ ডিসেম্বর সাতটি খাঁচায় প্রথম ধাপে ৪৯৭টি পাখি পাঠানো হয়। ২৬ ডিসেম্বর পাখি মালিকের ছেলে আরও ৩৩৯টি বাজরিগার নিয়ে আসেন।

গ্রুপটি লিখেছে, ‘আমরা হতবাক। কিন্তু পাখিগুলোকে আমরা ফিরিয়ে দিতে পারিনি।’

গ্রুপটির পরিচালক কেলি লেবন্টি জানান, মালিকের ছেলে জানিয়েছেন তার বাবা কয়েকটি পাখি পালন করতে চেয়েছিলেন। কিন্তু এক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যা। এখন তিনি পাখিগুলোর পেছনে প্রতি মাসে ১ হাজার ২০০ ডলার খরচ করছেন। 

কেলি বলেন, পাখিগুলোর অবস্থা খুব খারাপ ছিল। অনেকগুলো খাঁচার ভেতরে নড়াচড়া করতে পারছিল না। আমাদেরকে সেগুলোকে বের করে ভিন্ন ভিন্ন খাঁচায় রাখতে হয়।

গ্রুপটি জানিয়েছে, একজন পশু চিকিৎসক পর্যালোচনা করার পর পাখিগুলোকে পোষার জন্য নেওয়া যাবে। তারা লিখেছে, একটি বাজরিগার পালন করা চাট্টিখানি কথা নয়, ৬-১৫ বছরের প্রতিশ্রুতি। যে কোনও প্রাণী পরিবারের অংশ হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিজেদের পোষা প্রাণীকে উপযুক্তভাবে লালন-পালন না করলে মালিককে বিচার হতে পারে।

লেবন্টি জানান, তারা এখনও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি। তাদের কাছে সহযোগিতা চেয়ে পরিবারটি সঠিক কাজ করেছে। সূত্র: এএফপি