নিরাপত্তা ইস্যুতে ফ্রান্সের সঙ্গে বসছে জাপান

নিরাপত্তা ইস্যুতে ফ্রান্সের সঙ্গে আলোচনায় বসছে জাপান। পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের দাবি এবং উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের দিকে নজর রেখে এই বৈঠকে বসছেন উভয় দেশের প্রতিনিধিরা। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস।

জাপান সরকারের একটি সূত্র জানিয়েছে, এই মাসের মাঝামাঝি সময়ে মন্ত্রী পর্যায়ের ওই ভার্চুয়াল বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে পারে। বিশেষ করে শুক্রবার উত্তর কোরিয়া ১০ দিনের মধ্যে তৃতীয় বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এ ধরনের বৈঠক তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হচ্ছে।

বৈঠকে জাপানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি অংশগ্রহণের কথা রয়েছে। ফ্রান্সের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি।