আইসোলেশনে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

সেলফ আইসোলেশনে গেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। কোভিডে আক্রান্ত এক নারীর ঘনিষ্ঠ সংস্পর্শে যাওয়ার পর স্ব-বিচ্ছিন্ন থাকার এই সিদ্ধান্ত নেন তিনি। শনিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আগামী মঙ্গলবার পর্যন্ত আইসোলেশনে থাকবেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী।

জাসিন্ডা যার সংস্পর্শে এসেছিলেন ওই নারী গত ২২ জানুয়ারি কেরিকেরি শহর থেকে একটি ফ্লাইটে অকল্যান্ডে গিয়েছিলেন।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‌প্রধানমন্ত্রীর এখনও পর্যন্ত কোনও উপসর্গ দেখা যায়নি। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে আগামী রবিবার তার কোভিড পরীক্ষা করা হবে। মঙ্গলবার পর্যন্ত তিনি সেলফ আইসোলেশনে থাকবেন।