বছরের মাঝামাঝিতে মহামারির তীব্রতা কমতে পারে: ডব্লিউএইচও

বিশ্বের ৭০ ভাগ মানুষকে কোভিড টিকার আওতায় আনা গেলে বছরের মাঝামাঝিতে করোনার তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বে সম্প্রতি করোনার সংক্রমণ কিছুটা কমে আসায়, আশার কথা শুনালেন সংস্থাটির প্রধান ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস।

শুক্রবার দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের তিনি বলেন, আমাদের প্রত্যাশা এই বছরে মহামারীর তীব্রতা শেষ হবে। তার জন্য চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা যদি এই লক্ষ্য অর্জন করতে পারি তবে সত্যিই করোনার তীব্র পর্যায় শেষ হতে চলছে। যা আমরা প্রত্যাশা করি। এটা আমাদের হাতেই আছে। কোনও সুযোগ নয়।

আফ্রিকার করোনা টিকার ঘাটতি মেটাতে এমআরএনএ প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরি করছে দক্ষিণ আফ্রিকান কোম্পানি আফ্রিজেন বায়োলজিক্স অ্যান্ড ভ্যাকসিন ও বায়োভ্যাক। সেখানে পরিদর্শনে যান টেড্রোস আডানম গেব্রিয়াসিস।

দক্ষিণ আফ্রিকায় তৈরি টিকাগুলো আগামী নভেম্বরে ট্রায়ালে যাবে। ২০২৪ নাগাদ টিকাগুলো অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।