মিসরের প্রশংসায় বাইডেন

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে জোরালোভাবে কথা বলায় আফ্রিকার দেশ মিসরের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার মিসরের শারম আল শেখ রিসোর্টে কপ ২৭ শীর্ষ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তিনি দেশটির অবস্থানের ব্যাপারে ওয়াশিংটনের সন্তুষ্টির কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসকগোষ্ঠীর সঙ্গে মধ্যস্থতার ক্ষেত্রেও মিসরের ভূমিকার কথা উল্লেখ করেন বাইডেন।

মিসরের শারম আল শেখে চলছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক সম্মেলন কপ ২৭। গত ৭ নভেম্বর শুরু হওয়া এ সম্মেলন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ প্রায় ১০০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। সেখানেই জেনারেল সিসির সঙ্গে বৈঠকে মিলিত হন বাইডেন।