৬ ফেব্রুয়ারি তুরস্কে যখন মারাত্মক ভূমিকম্প হচ্ছিল, তখন কেন্দ্রস্থল থেকে ২০০ মাইল দূরে ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক মীর আলী কোকের। টের পেয়ে ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে ছুটে যায় সেখানে।
বেঁচে থাকাদের পাশাপাশি উদ্ধারকর্মীদের সাক্ষাৎকার নিয়ে টুইটারে সেগুলো শেয়ার করেন কোকের। হয়তো ভেবেছিলেন, জীবনের সবচেয়ে মহৎ কাজটি করে ফেলছেন তিনি। তবে ভাগ্য সহায় না হলে কি আর করা। ভুয়া তথ্য প্রচারের অভিযোগে এখন তদন্ত শুরু হয়েছে সাংবাদিক মীর আলী কোকের ওপর। অভিযোগ প্রমাণ হলে, সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে তার।
ভূমিকম্প নিয়ে প্রতিবেদন বা মন্তব্য করে আরও তিন সাংবাদিকের ওপর তদন্ত চলছে।
প্রেস ফ্রিডম সংগঠনগুলো বলছে, একই অভিযোগে আরও কয়েক ডজনকে আটক করা হয়েছে। অনেককে হয়রানি করা হয়েছে বা তাদের প্রতিবেদন করতে নিষেধ করা হয়েছে।
তুরস্কের কর্তৃপক্ষ আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ হাজার মানুষ নিহত হয়। সূত্র: বিবিসি