৬০০ মিটার উঁচু থেকে পড়েও বেঁচে গেলেন পবর্তারোহী

নিউ জিল্যান্ডের তারাকানি পর্বতের ৬০০ মিটার উঁচু থেকে পড়ে সুস্থভাবে বেঁচে ফিরেছেন এক পর্বতারোহী। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পর্বতারোহীদের একটি দলে থেকে ছিটকে পড়েন তিনি। ১ হাজার ৯৬৮ ফুট (৬০০ মিটার) উঁচু থেকে পাহাড়ের পাশ দিয়ে গড়িয়ে পড়েন তিনি। সামান্য আহত হয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, তারানাকি পর্বতের উত্তর দ্বীপ থেকে এই ব্যক্তি পড়ে গিয়েছিলেন। আবহাওয়ার জন্য তিনি বেঁচে ফিরেছেন। কারণ এই সময় পাহাড়ের পাথর বরফে ঢাকা থাকে। সেই নরম বরফের ওপর দিয়ে তিনি গড়িয়ে পড়েন। তার ভাগ্য ভালো, তিনি জীবিত ফিরে এসেছেন।

সৌদি আরবের মক্কা ক্লক রয়েল টাওয়ারের সমান উচ্চতা থেকে তিনি নিচে পড়েছিলেন। পৃথিবীর সর্বোচ্চ ভবনগুলোর মধ্যে এটি একটি।

দেশটির মাউন্টেন সেফটি কাউন্সিল অনুসারে, নিউ জিল্যান্ডের সবচেয়ে মারাত্মক পর্বতগুলোর মধ্যে মাউন্ট তারানাকি একটি। ২০২১ সালে দুই পর্বতারোহী একই স্থানে মৃত্যুর মুখে পড়েছিলেন। তারানাকি একটি সুপ্ত আগ্নেয়গিরি। এটি নিউ জিল্যান্ডের উত্তর দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত।

মাউন্টেন সেফটি কাউন্সিল বলেছে, তারাকানি অন্য পর্বত থেকে একেবারে ভিন্ন। এটি দ্রুত পরিবর্তনশীল ও এখানে যেকোনও সময় প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে। সামান্য ভুলে বিপদ দেখা দিতে পারে।