সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুক্রবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে। উৎসবের উন্মাদনায় জমজমাট কলকাতা। উত্তর থেকে দক্ষিণে মানুষের ভিড়।
আজ সবে ষষ্ঠী। দেবীর বোধন হয়েছে। টালা প্রত্যয় থেকে হাতিবাগান, সুরুচি থেকে বালিগঞ্জ কালচারাল, সব জায়গায় পুজো মণ্ডপের বাইরে মানুষের ঢল।
দেশপ্রিয় পার্কের পুজোয় এবারের থিম জ্যোতি। অন্ধকার থেকে আলোয় উত্তরণ। আর সেই মণ্ডপসজ্জা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য থাকছে এবার কলকাতা সেরা মণ্ডপ আর প্রতিমার ছবি।