X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বরখাস্তের কয়েক ঘণ্টা পর পুতিনের সাবেক পরিবহনমন্ত্রীর ‘আত্মহত্যা’

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ২২:২৫আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২২:৪৭

রাশিয়ার সদ্য বরখাস্ত হওয়া পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইৎকে মস্কোর বাইরে তার গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার রুশ তদন্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, স্তারোভইৎয়ের দেহে গুলির চিহ্ন রয়েছে এবং তার গাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলটি তার নিজের বলে ধারণা করা হচ্ছে।

সোমবারই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ডিক্রির মাধ্যমে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন। ডিক্রিতে এই সিদ্ধান্তের কোনও কারণ উল্লেখ করা হয়নি। এক বছরের কিছু বেশি সময় ধরে তিনি পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

এর আগে ২০২৪ সালের মে মাস পর্যন্ত রোমান স্তারোভইৎ ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে ওই অঞ্চলে ব্যাপক সংঘর্ষ হয় এবং ইউক্রেনীয় বাহিনী একপর্যায়ে বড় আকারে সীমান্ত অতিক্রম করে অভিযান চালায়।

এপ্রিল মাসে কুরস্ক অঞ্চলের বর্তমান গভর্নর আলেক্সেই স্মিরনভ সীমান্ত প্রতিরক্ষা বাবদ বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, স্তারোভইৎয়ের বরখাস্তের সঙ্গে এই দুর্নীতির তদন্তের যোগসূত্র থাকতে পারে। তবে রয়টার্স স্বতন্ত্রভাবে এই সম্পর্ক যাচাই করতে পারেনি।

রাশিয়ার পরিবহন খাত বর্তমানে বিভিন্ন চাপে রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশের বিমান খাতে যন্ত্রাংশের সংকট দেখা দিয়েছে। আর রাশিয়ার রেলওয়ের জন্য ঋণ পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

স্তারোভইৎয়ের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ক্রেমলিন নতুন পরিবহনমন্ত্রীর নাম ঘোষণা করে। নভগোরোদ অঞ্চলের সাবেক গভর্নর আন্দ্রে নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সাক্ষাতের ছবিও প্রকাশ করেছে ক্রেমলিন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, যদি প্রেসিডেন্টের আস্থা হারানোর বিষয় থাকতো, তাহলে ডিক্রিতে তা উল্লেখ করা হতো। কিন্তু এখানে সে ধরনের কিছু লেখা নেই।

নিকিতিনের নিয়োগ প্রসঙ্গে পেসকভ বলেন, প্রেসিডেন্টের মতে আন্দ্রে নিকিতিনের পেশাদার দক্ষতা এবং অভিজ্ঞতা এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে সঠিকভাবে পরিচালনা করতে সহায়ক হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
অবৈধভাবে পালিত ১৮টি সিংহ জব্দ করলো পাকিস্তান
ট্রাম্পের হুমকির জবাবে যা বললো ব্রিকসভুক্ত দেশগুলো
সর্বশেষ খবর
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়েছে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়েছে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের