মালিতে রাজনৈতিক দল বিলুপ্ত করলো সামরিক সরকার

মালিতে সব রাজনৈতিক দল বিলুপ্ত করেছে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকার। মঙ্গলবার (১৩ মে) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন সেনাশাসক আসসিমি গোইতা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এ পর্যন্ত দুবার অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেছেন সেনাপ্রধান আসসিমি গোইতা। সর্বশেষ ২০২১ সালে ক্ষমতা দখলের পর ঘোষণা দেন, পরবর্তী বছর হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। তবে সেই পরবর্তী বছর আর কোনও দিন আসেনি। উলটো তিন বছর বাদে এসে দেশের ক্ষমতা দীর্ঘদিনের জন্য কুক্ষিগত রাখার সব বন্দোবস্ত প্রায় পাকা করে ফেলেছেন তিনি।

গোইতার আহ্বানে গত মাসে রাজধানীতে আয়োজিত হয় রাজনৈতিক দলের অংশগ্রহণে এক জাতীয় সম্মেলন। দেশের প্রধান বিরোধী দলগুলো এ সম্মেলন বর্জন করলেও সেখানে অংশগ্রহণ করা একাধিক দলের নেতারা দাবি করেন, দেশের সব রাজনৈতিক দল আপাতত বিলুপ্ত করে গোইতাকে যেন ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল রাখা হয়।

তারা আরও দাবি করেন, দেশে স্থিতিশীলতা  ফিরে আসার আগ পর্যন্ত নির্বাচনের প্রয়োজন নেই।

এসব দাবির পরই দেশব্যাপী মানুষজন ফুঁসে ওঠে। রাজধানী শহর বামাকোতে চলতি মাসের ৩ ও ৪ তারিখ অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা। তাদের মুখে উচ্চারিত হয়- স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।

এরই ধারাবাহিকতায় ৯ তারিখ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তবে তার ঠিক দু-দিন আগে দেশে রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে সরকার। 
এরমধ্যে অভিযোগ উঠেছে, বিরোধীদলীয় তিনজন রাজনীতিবিদকে তুলে নেওয়া হয়েছে।

সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য জানতে মালির নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে কর্তৃপক্ষের দিক থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।