মিয়ানমারে সংঘাত, সীমান্ত পেরিয়ে মিজোরামে হাজারো মানুষ

মিয়ানমারে জান্তাবিরোধী দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন। সোমবার (৭ জুলাই) ভারতীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ভারতের মিজোরাম অঙ্গরাজ্য লাগোয়া মিয়ানমারের চিন প্রদেশে চলতি মাসের ২ তারিখ থেকে নতুন করে সংঘাত শুরু হয়। সংঘাতের দুই পক্ষ হচ্ছে চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) এবং চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালংগোরাম (সিডিএফ-এইচ)।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিন প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র প্রতিযোগিতায় মত্ত হয়েছে গোষ্ঠী দুটো।

সংঘাত শুরুর পর থেকে প্রায় হাজার চারেক মানুষ সীমান্ত পেরিয়ে মিজোরামে প্রবেশ করেছেন বলে দাবি করেন তিনি।

মিয়ানমারে ২০২১ সালে বেসামরিক সরকার উৎখাত করে জান্তাবাহিনী ক্ষমতা দখলের পর দেশটির হাজার হাজার নাগরিককে আশ্রয় দিয়েছে মিজোরাম। রাজনৈতিক সীমানার কারণে বিচ্ছিন্ন হলেও চিন ও মিজোরামের মানুষের মধ্যে সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিক সাদৃশ্য রয়েছে।

গত এক সপ্তাহে শরণার্থী আসার কথা স্বীকার করেছেন রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপদাঙ্গা। তবে সংখ্যাটি হাজার তিনেকের আশপাশে হবে বলে দাবি করেন তিনি।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রাজ্যের শামফাই জেলার যোখাওথার ও সাইখুমফাই গ্রামে রবিবার রাত পর্যন্ত তিন হাজার ৯৮০ জন মানুষের হিসাব পেয়েছে তারা।

এ বিষয়ে মিয়ানমার জান্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে সেদিক থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।