সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবার হায়াত তাহরির আল-শামস (এইচটিএস) গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার (৭ জুলাই) প্রকাশিত এক স্মারকে এ সিদ্ধান্ত জানা যায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্মারকটিতে গত ২৩ জুন স্বাক্ষর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে ফেডারেল রেজিস্ট্রারের কাছে প্রদর্শনের জন্য এটি সাময়িকভাবে উন্মুক্ত করা হয়।
স্মারকে রুবিওর বয়ানে লেখা রয়েছে, অ্যাটর্নি জেনারেল এবং অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে, হায়াত তাহরির আল শামস নামে পরিচিত আল-নুসরা ফ্রন্টের ওপর থেকে বৈদেশিক সন্ত্রাসী গোষ্ঠী তকমা প্রত্যাহার করছি।
এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
সিরিয়ার ওপর থেকে ট্রাম্পের নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এক সপ্তাহের মধ্যে এ খবর পাওয়া গেল। দীর্ঘদিন আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে একঘরে থাকা যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
হায়াত তাহরির আল-শামস গোষ্ঠীর সঙ্গে আল কায়েদার পূর্ব সংশ্লিষ্টতা ছিল। তবে, এই সংশ্লিষ্টতা তারা বহু আগেই ছিন্ন করার দাবি করলেও অনেক বিশ্লেষক তাদের বক্তব্যে সন্দিহান।
গত ডিসেম্বরে এই গোষ্ঠীর নেতৃত্বেই আসাদ সরকারের পতন ঘটায় বিদ্রোহীরা। তারা সিরিয়াকে একটি অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলার কথা বললেও, সে বক্তব্যের সমর্থন করার মতো আশানুরূপ কোনও অগ্রগতির লক্ষণ দেখা যায়নি।