বিক্ষোভকারীদের আইনজীবী হোসাম আল-খাদরাওয়ে জানান, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। রায় ঘোষণার সময় কারাদণ্ডের শাস্তি পাওয়া ৭১ জনের মধ্যে ৩৩জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিনে আছেন।
২৫ এপ্রিল সৌদি আরবকে দুটি দ্বীপ দেওয়ার প্রতিবাদে দায়িত্বগ্রহণের পর সবচেয়ে ভয়াবহ প্রতিবাদের মুখে পড়েন মিসরের সাবেক সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি। ২৫ এপ্রিল ছিল সিনাই মুক্ত দিবস। মিসরের বর্তমান পরিস্থিতির জন্য সিসিকে দায়ী করে সিনাই মুক্ত দিবসকে বিক্ষোভের রঙে রাঙিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাহরির স্কয়ারে কয়েক হাজার মানুষের বিক্ষোভ দমাতে সেনা সদস্য ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়। গ্রেফতার করা হয় কয়েকশ আন্দোলনকারী ও সাংবাদিককে।
আরও পড়ুন: নতুন প্রজন্মের ধূমপানে নিষেধাজ্ঞার পক্ষে কুইন্সল্যান্ডের মন্ত্রী
এপ্রিলের প্রথম সপ্তাহে সৌদি বাদশাহ সালমানের মিসর সফরকালে প্রেসিডেন্ট সিসি নির্বাহী ক্ষমতাবলে সৌদি আরবকে লোহিত সাগরে মিশরের নিয়ন্ত্রণে থাকা দুটি দ্বীপ সৌদি আরবকে উপহার হিসেবে প্রদানের ঘোষণা দেন। ১৯৫০ সাল থেকে দ্বীপ দুটি মিসরের দখলে ছিল। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দ্রুত। গত ১৫ এপ্রিল কায়রোর গিজা এলাকায় আল-সিসি শাসনের পতনের ডাক দেন বিক্ষোভকারীরা। ব্যাঙ্গ করে তারা সিসিকে নাম দেন 'সিসি মুবারক'। বিক্ষোভকালে বিক্ষোভকারীদের সঙ্গে মিসরের নিরাপত্তাবাহিনীর সংঘর্ষও হয়েছে। ব্যাপক ধরপাকড় করা হয়। ওই দিনই ২৫ এপ্রিল বিক্ষোভের ডাক দেওয়া হয়। সূত্র: আল-জাজিরা।
/এএ/