জাতিসংঘের গাড়ি লক্ষ্য করে ভয়াবহ আত্মঘাতী হামলা, হতাহত অনেকে

জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ১৭ জন। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। বৃহস্পতিবার সোমলিয়ার রাজধানী মোগাদিসুতে এ হামলার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রাজধানীর কেন্দ্রস্থল ‘কে-ফোর’ জংশনের কাছে বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে পাশের একটি মাধ্যমিক স্কুলের দেয়াল ধসে পড়ে এবং একাধিক গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার বর্ণনা করে মোহাম্মদ হুসাইন বলেন, ‘আমি ঘটনাস্থলের পাশের ওসমান হাসপাতালের স্বাস্থ্যকর্মী। বিস্ফোরণে আমাদের হাসপাতাল ধসে গেছে। পাশের একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখনও বলতে পারছি না এই বোমা বিস্ফোরণে কতজনের মৃত্যু হয়েছে’।

স্থানীয়দের তথ্যমতে, হামলার পরপরই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশ। আতঙ্কে সড়কে মানুষের উপস্থিতি কমে যায়। তবে কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা যায়।

এ বিষয়ে পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদেন হাসান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা এ পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করেছি। আহত ১৭ জনের মধ্যে ১৩ শিক্ষার্থী রয়েছেন। এটি আত্মঘাতী বোমা হামলা’।

তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতিসংঘের কোনও সদস্য মারা গেছেন কিনা তা স্পষ্ট করা হয়নি।

হামলার পর সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সামরিক মুখপাত্র আবদিয়াসি আবু মুসাব নিশ্চিত করেন, এই ঘটনা তাদের গোষ্ঠী ঘটিয়েছে।