নাইজেরিয়ায় সম্প্রদায়িক সংঘর্ষে নিহত ১৬

নাইজেরিয়ার তেল উৎপাদনকারী দক্ষিণ ডেল্টা রাজ্যে সম্প্রদায়িক সংঘর্ষে অন্তত ১৬ সেনা নিহত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সেনাবাহিনীর এক মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ এক বিবৃতিতে বলেন, বুহস্পতিবার ওকুমা সম্প্রদায়ের সংঘর্ষ থামাতে গিয়েছিলেন ১৮১ ব্যাটালিয়নের এক সেনা দল। কিন্তু সংঘর্ষ তো থামেই নি। বরং দাঙ্গাকারীরা সেনাদের ওপর চড়াও হয়। এতে কমান্ডিং অফিসার, দুই মেজর, এক ক্যাপ্টেনসহ ১২ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন গুসাউ।

গুসাউ বলেন, হামলার পিছনে কারা দায়ী এবং কেন সংঘর্ষ শুরু হয়েছিল তা তদন্তের নির্দেশ দিয়েছেন সামরিক বাহিনীর প্রধান। অবিলম্বে জড়িতদের গ্রেফতারের নির্দেশও দিয়েছেন তিনি। 

তবে ওই তদন্ত চালাতে এখন পর্যন্ত  কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। 

ডেল্টা রাজ্যের সম্প্রদায়গুলোতে প্রায়ই সংঘর্ষ হয়। আর কখনও কখনও তা প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।