সমুদ্রের তলদেশে গ্যাসের লাইন ছিদ্র, মেক্সিকো উপসাগরে আগুন

সমুদ্রের বুকে দাউদাউ করে জ্বলছে আগুন! যেন মাঝ দরিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত! শুক্রবার সমুদ্রের তলদেশে গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে মেক্সিকো উপসাগরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পাঁচ ঘণ্টারও বেশি সময় পর ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পেমেক্স।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের বুকে আগুন জ্বলছে আর পাশ থেকে নৌকায় করে সেখানে পানি স্প্রে করা হচ্ছে।

এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। সূত্র: রয়টার্স।