কলম্বিয়ার সঙ্গে আলোচনা ভেনেজুয়েলার

বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক নিয়ে কলম্বিয়ার সঙ্গে আলোচনা করেছে ভেনিজুয়েলা। শনিবার কারাকাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বৈঠকে বিশেষ করে একটি নতুন সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় দুই নেতার।

কলম্বিয়ার প্রেসিডেন্টের দফতরের এক বৈঠকে দুই প্রেসিডেন্টের বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

টুইটারে দেওয়া পোস্টে নিকোলাস মাদুরো বলেছেন, কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে।

তিনি বলেন, আমাদের একটি সুস্পষ্ট যৌথ কর্মপরিকল্পনা রয়েছে যা উভয় দেশের জন্য ইতিবাচক হতে পারে।