X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫, ১২:৪৯আপডেট : ১১ মে ২০২৫, ১২:৪৯

ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এমন ঘোষণা দেন তিনি। পোস্টে যুদ্ধবিরতি কার্যকরের জন্য প্রতিবেশী দুই দেশের নেতাদের প্রশংসাও করেছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমি গর্বিত যে, যুক্তরাষ্ট্র আপনাদের এই ঐতিহাসিক ও বীরোচিত সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে।’

তিনি লেখেন, ‘যদিও এ নিয়ে কোনও আলোচনা হয়নি, আমি উভয় মহান দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে যাচ্ছি। পাশাপাশি, আমি আপনাদের দু’দেশের সঙ্গে কাজ করব যাতে হাজার বছর পর কাশ্মীর ইস্যুতে সমাধানে পৌঁছানো যায়।’

মার্কিন কূটনীতি ও চাপের ফলে যুদ্ধবিরতি চুক্তি হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে গোলাগুলি শুরু হয়।

পারমাণবিক শক্তিধর এই প্রতিবেশীদের মধ্যে রাতভর যুদ্ধের পর, রবিবার ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এখনও টিকে আছে।

কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগের দুই রাতের মতোই সীমান্তবর্তী শহরগুলোতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

শনিবার গভীর রাতে ভারত জানায়, পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে তা ‘কঠোরভাবে মোকাবিলা’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জবাবে পাকিস্তান জানায়, তারা যুদ্ধবিরতিতে অঙ্গীকারবদ্ধ এবং এই লঙ্ঘনের জন্য ভারতকেই দায়ী করে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের মতে, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সীমান্তের উভয় পাশে রাতভর চলা যুদ্ধ ও বিস্ফোরণ থেমে যায়।

ভারতের সীমান্তবর্তী শহরগুলোর বেশিরভাগ এলাকায় আগের রাতের ব্ল্যাকআউটের পর বিদ্যুৎ পুনরায় চালু করা হয়।

সীমান্তবর্তী শহর অমৃতসরে, সকালে বাজানো সাইরেন স্বাভাবিক কার্যক্রম শুরু করার সংকেত দেয় এবং এতে স্বস্তি ফিরে আসে, মানুষ রাস্তায় বেরিয়ে আসে।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, পাকিস্তান-শাসিত কাশ্মীরের ভিম্বারে রাতে কিছু গোলাগুলি হয়েছে, তবে অন্য কোথাও নয় এবং কোনও হতাহতের খবর নেই।

/এস/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
অপারেশন সিঁদুরপাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফাল নিয়ে নীরব
কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন