ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর উত্তেজনা কমায় সকল ধরনের বিমান চলাচলের জন্য আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান। শনিবার (১০ মে) সন্ধ্যায় পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) ঘোষণা করে, সকল ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা সম্পূর্ণভাবে পুনরায় চালু হয়েছে।পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
পিএএর একজন মুখপাত্র বলেন, দেশের সব বিমানবন্দর এখন স্বাভাবিক বিমান পরিচালনার জন্য প্রস্তুত। তিনি যাত্রীদের সর্বশেষ ফ্লাইট সময়সূচির জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।
তবে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা পুরোদমে শুরু হতে কিছুটা সময় লাগবে। কারণ যাত্রীবাহী বিমান ও অন্যান্য সরঞ্জাম উত্তেজনা বৃদ্ধির সময় সাবধানতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, রুটিন কার্যক্রমে ব্যবহারের জন্য বিমানগুলো পুনরায় অপারেশনাল এলাকায় ফিরিয়ে আনা হচ্ছে।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও (পিআইএ) আকাশসীমা পুনরায় চালু হওয়ার পর ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করেছে।
প্যারিস থেকে ইসলামাবাদ আসছিল পাকিস্তান এয়ারলাইনের ফ্লাইট পিকেএ-৭৫০। শনিবার সকালে সেটি কোয়েটায় অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি রাত ৯টায় তার মূল গন্তব্যে ফিরে যাবে বলে জানান পিআইএর মুখপাত্র আব্দুল্লাহ হাফিজ খান।
তিনি জানান, পিআইএর অন্যান্য ফ্লাইট পরিচালনাও রাত ১০টা থেকে পুনরায় শুরু হবে এবং সকল স্থগিত বা বিলম্বিত ফ্লাইট চালু হবে। যেসব যাত্রী বাড়ি বা হোটেলে ফিরে গিয়েছিলেন, তাদের আবার বিমানবন্দরে ফিরে আসার জন্য যোগাযোগ করা হচ্ছে।
পিআইএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, আকাশসীমা বন্ধ ও বিলম্বিত ফ্লাইট পরিচালনার কারণে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে পরিস্থিতি বিবেচনায় সতর্কতা গ্রহণ করা জরুরি ছিল।
বেশ কিছুদিন ধরে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটায় শত শত যাত্রী পাকিস্তান ও বিদেশে আটকে পড়েন।
বুধবার ভারত রাওয়ালপিন্ডি, চাকওয়াল ও শোরকোটে বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পর বিমান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
উত্তেজনা বৃদ্ধির ফলে এয়ার ফ্রান্স এবং জার্মানির লুফথানসার মতো একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বাতিল বা রুট পরিবর্তন করে।
গত ২২ এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে বুধবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত। এরপর থেকে একাধিকবার উভয় প্রতিবেশী দেশ তাদের আকাশসীমা বন্ধ করেছিল।