যুক্তরাষ্ট্রে আকাশ থেকে পড়লো বরফের বিশাল খণ্ড

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি বাড়িতে আকাশ থেকে বিশাল বরফের টুকরো পড়েছে। রবিবার (২০ আগস্ট) এ ঘটনায় বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে।

বাড়ির মালিক জেফ ইলগ ও তার স্ত্রী অ্যামেলিয়া রেইনভিভের ধারণা, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী বিমান থেকে বরফের টুকরো পড়েছে। বরফের খণ্ডটির আনুমানিক ওজন ছিল ১৫ থেকে ২০ পাউন্ড।

ইলগ বলেন, বিকট শব্দ শুনতে পাই। তাই বাচ্চাদের দেখার জন্য উপরে যাই। গিয়ে দেখি তারা ঘুমাচ্ছে। এরপর বাড়ির বাইরে ছুটে যাই ঘটনা জানতে। তখন দেখি বাড়ির পেছনে বরফের একটি বিশাল খণ্ড ছাদে পড়েছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বরফের ধ্বংসাবশেষ।

বোস্টন ২৫ নিউজকে ইলগ বলেন, আমার ধারণা ছিল না এটা কী। আর আজকে আকাশে মেঘও ছিল না। রাত ছিল তাই ক্ষয়ক্ষতি ভালোভাবে দেখা যায়নি। তার স্ত্রী পুলিশকে বিষয়টি জানান। তারপর ছাদে একটি গর্ত দেখতে পান।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ ঘটনা তদন্ত করছে।