নিজ্জার হত্যায় ভারতকে কানাডার দায়ী করা নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকার জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এই অভিযোগ করার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন ই-মেইল করা এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বিগ্ন।

ওয়াটসন আরও বলেন, কানাডার উচিত সঠিক তদন্ত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা।

ট্রুডো অভিযোগ করেছেন, নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত থাকতে পারে। এই অভিযোগের ঘণ্টাখানেক পর ভারত বলেছে, এই অভিযোগ সম্পূর্ণ ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’।

ট্রুডোর অভিযোগের পর কানাডা একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে। এর জবাবে ভারতও কানাডার একজন সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে।

কানাডায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জারকে গত (১৮ জুন) গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত শিখদের ধর্মীয় উপাসনালয়ের পার্কিংয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। দীর্ঘদিন হারদীপ সিংকে খুঁজছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।