মেক্সিকোয় ট্রাক উল্টে ১০ অভিবাসনপ্রত্যাশী নিহত

মেক্সিকোর চিয়াপাস রাজ্যে একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০ জন অভিবাসনপ্রত্যাশী। আহত আরও ১৭ জন। হতাহতদের সবাই গাড়িতে লুকিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন। রবিবার এ তথ্য জানিয়েছে মেক্সিকোর অভিবাসন সংস্থা।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনাটি চিয়াপাসের পিজিজিয়াপান-টোনালা মহাসড়কে ঘটে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যাওয়ার জন্য এই পথ ব্যবহার করে আসছে অভিবাসনপ্রত্যাশীরা।

দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) বিবৃতিতে জানিয়েছে, ট্রাকটিতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মানুষ বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পরপরই পালিয়েছে চালক।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, দ্রুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানা গেছে।

২০২১ সালে একই পথে ট্রাক উল্টে ৫৪ জনের মৃত্যু হয়। যাদের অধিকাংশই সেন্ট্রাল আমেরিকার নাগরিক।