X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫, ০৯:০৬আপডেট : ১১ মে ২০২৫, ০৯:১৩

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করেছে ভারত ও পাকিস্তান। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর, শনিবার (১০ মে) রাতেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন, ‘আমরা যে সমঝোতায় পৌঁছেছিলাম তা বারবার লঙ্ঘন করা হয়েছে।’ এর কিছুক্ষণ পর, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আমরা যুদ্ধবিরতির বিশ্বস্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ... যদিও কিছু এলাকায় ভারত তা লঙ্ঘন করছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত চার দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাত।

গত ২২ এপ্রিল ভঅরত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত হয়। এর জন্য পাকিস্তানকে দায়ী করে গত বুধবার পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে  ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি দিয়ে হামলা চালায় ভারত।  

যদিও পাকিস্তান পেহেলগাম হামলার সঙ্গে কোনও সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। তবে তারা ভারতের হামলার প্রতিক্রিয়া জানায়। এতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের সম্ভবনা দেখা দেয়।

চার দিনব্যাপী সীমান্তপারের হামলা-প্রতি হামলার পর ভারত ও পাকিস্তান জানায়, তারা একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সকালে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই সংবাদ ঘোষণা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই চুক্তির মধ্যস্থতা করেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পরে নিশ্চিত করেন যে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে, এবং জানান তিন ডজন দেশ এই কূটনৈতিক প্রচেষ্টায় জড়িত ছিল।

যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, দুই দেশ গুলি চালানো ও সামরিক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।

তিনি আরও বলেন, ভারত সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও আপোষহীন অবস্থান বজায় রেখেছে এবং তা বজায় রাখবে।

পরে জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, যুদ্ধবিরতি সবাইয়ের কল্যাণের জন্য হয়েছে।

যুদ্ধবিরতির ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর ও জম্মুর বাসিন্দারা বিস্ফোরণের শব্দ ও আকাশে আলোর ঝলকানির খবর দেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন, 'গত কয়েক ঘণ্টা ধরে আমরা যে সমঝোতায় পৌঁছেছিলাম তার বারবার লঙ্ঘন হয়েছে। অবশ্য ভারতের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে।' পাকিস্তানকে এই লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি।

জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, 'পাকিস্তান ঘোষিত যুদ্ধবিরতির বিশ্বস্ত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।'

তিনি আরও বলেন, ‘যদিও কিছু এলাকায় ভারত লঙ্ঘন করছে, আমাদের বাহিনী দায়িত্ব ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতির সুষ্ঠু বাস্তবায়নে যেকোনও সমস্যার সমাধান উপযুক্ত পর্যায়ে যোগাযোগের মাধ্যমে করা উচিত। মাঠে থাকা সেনাদেরও সংযম দেখানো উচিত।’

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরতি: মে মাসেই আইপিএল শুরু করতে চায় বিসিসিআই
ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
বিমান চলাচলের জন্য আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি: মে মাসেই আইপিএল শুরু করতে চায় বিসিসিআই
যুদ্ধবিরতি: মে মাসেই আইপিএল শুরু করতে চায় বিসিসিআই
ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
রাজনৈতিক দল নিষিদ্ধে আইসিটি অ্যাক্ট সংশোধন করে গেজেট প্রকাশ  
রাজনৈতিক দল নিষিদ্ধে আইসিটি অ্যাক্ট সংশোধন করে গেজেট প্রকাশ  
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ