কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ হিজবুল মুজাহিদিন প্রধান নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে বন্দুকযুদ্ধে হিজবুল মুজাহিদিনের নতুন প্রধান ড. সাইফুল্লাহ নিহত হয়েছেন। রবিবার পুলিশ জানিয়েছে, এই অভিযান জঙ্গিবাদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

security-forces-kashmir-generic_650x400_51520188882

খবরে বলা হয়েছে, মে মাসে রিয়াজ নাইকু নিহত হওয়ার পর হিজবুল মুজাহিদিনের দায়িত্ব গ্রহণ করেন সাইফুল্লাহ। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শহরের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, রাংগ্রেথ এলাকায় হিজবুল সদস্যদের উপস্থিতির কথা গোপন সংবাদে জানতে পেরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রাখে এবং তল্লাশি অভিযান শুরু করে। এ সময় হিজবুল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলেও নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এতে বন্দুকযুদ্ধ শুরু হয়।

ওই কর্মকর্তা আরও জানান, গুলিবিনিময়ের সময় সাইফুল্লাহ নিহত হন। বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনার আসামি সাইফুল্লাহ পলাতক ছিল।

বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।