তালেবানের সঙ্গে তুরস্কের প্রথম বৈঠক হয়েছে: এরদোয়ান

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন, কাবুলে প্রথমবারের মতো তালেবানের সঙ্গে তুরস্কের বৈঠক হয়েছে। তিনি জানান, কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তালেবানের দেওয়া প্রস্তাব এখনও পর্যালোচনা করে দেখছে আঙ্কারা।

শুক্রবার এরদোয়ান সাংবাদিকদের বলেন, ‘তালেবানের সঙ্গে আমরা প্রথম বৈঠক করেছি, সেটা সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হয়। প্রয়োজনে এ ধরনের আলোচনা আবারও করার সুযোগ রয়েছে।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য তালেবান আমাদের অনুরোধ করেছে। তারা বলেছে, আমরা নিরাপত্তা দেবো, আপনারা পরিচালনা করতে পারেন। কিন্তু আমরা এখনও কোনও সিদ্ধান্ত নেইনি। কারণ, সেখানে সব সময়ই মৃত্যু এবং এ ধরনের বিষয়ের আশঙ্কা রয়েছে।’