কাবুল বিমানবন্দরের কাছে রকেটের আঘাত, শিশুসহ নিহত ২

মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার মধ্যেই শক্তিশালী রকেট আঘাত হেনেছে কাবুল বিমানবন্দরের উত্তর-পশ্চিমে। হামলায় এক শিশুসহ দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। আহত হন আরও তিনজন।

কাবুলের পুলিশ প্রধান জানান, রকেটটি রবিবার বিকালে আঘাত হানে। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কারা এই হামলা চালিয়েছে তার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী। ওয়াশিংটনের সতর্কবার্তার মধ্যেই ফের হামলার ঘটনা ঘটলো। নতুন এই হামলার পেছনে আইএস জড়িত বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার আফগান জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় নারী ও শিশুসহ ১৮০ জনের বেশি নিহত হন। এতে ১৩ মার্কিন সেনাও রয়েছেন। এ ঘটনা নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশ। আগামী ৩১ আস্টের মধ্যে আফগানিস্তান ছাড়ছে বিদেশি সেনারা। শেষ সময়ে বিমানবন্দরের হামলার আশঙ্কা বাড়ছে।