ত্রাণ গ্রহণে চালু কাবুল বিমানবন্দর, শিগগিরই বেসামরিক ফ্লাইট: কাতার

আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত জানান, ত্রাণবাহী বিমান অবতরণের জন্য কাবুল বিমানবন্দর চালু করা হয়েছে। শিগগিরই বেসামরিক ফ্লাইট চলাচলের প্রস্তুত হবে। শনিবার তিনি একথা জানান।

কাতারের রাষ্ট্রদূত আল জাজিরাকে বলেন, কাবুল বিমানবন্দরের রানওয়ে আফগান কর্তৃপক্ষের সহযোগিতায় মেরামত করা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, কাবুল বিমানবন্দর থেকে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। ফ্লাইট দুটির গন্তব্য ছিল কান্দাহার ও মাজার-ই-শরিফ।

এর আগে বৃহস্পতিবার দোহায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি ঘোষণা দিয়েছিলেন, অবিলম্বে কাবুল বিমানবন্দর চালু করা হবে।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব কাবুল বিমানবন্দর চালু করতে তালেবানের সঙ্গে কাজ করছে কাতার। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার জন্য তুরস্কের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। সূত্র: রয়টার্স