এবার নারী মন্ত্রণালয়ে নারীদের প্রবেশ নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয়ে নারীদের প্রবেশ নিষেদ্ধ করেছে তালেবান সরকার। তালেবানের এক প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে ৪ নারীকে প্রবেশে বাধা দেওয়া হয়। শুধু পুরুষরা প্রবেশ করতে পারেন।

রুশ সংবাদমাধ্যম স্পুটনিক তাদের খবরে জানিয়েছে, তালেবানের এমন পদক্ষেপে এদিন মন্ত্রণালয়ের কাছে প্রতিবাদ করার চেষ্টা করেন নারীরা।

গত ১৫ আগস্ট কাবুল দখলের পর নারীদের অধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেয় তালেবান গোষ্ঠীটি। কিন্তু দিন যতই গড়াচ্ছে নারীদের বিষয়ে কঠোর অবস্থানে দেখা যাচ্ছে তালেবান সরকারকে।

গত ৭ সেপ্টেম্বর তালেবান আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেও তাতে নারীদের কোনও পদে রাখা হয়নি। সব মিলিয়ে তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানের হেরাতসহ রাজধানী কাবুলে বিক্ষোভ হয়। এতে বাধা দেয় সশস্ত্র গোষ্ঠীটি।