‘আফগানিস্তানে রক্তপাত ও অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র দায়ী’

মার্কিন পররাষ্ট্রনীতি ইস্যুতে ক্ষোভ প্রকশ করেছেন সমাজতান্ত্রিক কিউবার প্রেসিডেন্ট। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য ওয়াশিংটনকে দায়ী করে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ বলেন, আফগানিস্তানের পরিস্থিতিই প্রমাণ করে যে সেখানে কী ধরনের রক্তপাত, অস্থিতিশীল সৃষ্টি করা হয়েছে।

তিনি আরও বলেন, দখল কেবল ধ্বংস ডেকে আনে। কোন দেশেই স্বার্বভৌম দেশগুলোর উপর তার ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়ার অধিকার নেই।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে রেকর্ড করা ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা তিনি।

গত মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র যখন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে তড়িঘড়ি করে সেনা প্রত্যাহার করে নেয়। সেই সময় এ ঘটনাকে পররাষ্ট্রনীতির ইতিহাসে বিপর্যয় আ্যাখা দেন কিউবার প্রেসিডেন্ট।