কাবুলে বন্ধ হচ্ছে নারীদের ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র

তালেবান আফগানিস্তানের রাজধানী দখল নেওয়ার পর থেকেই নারীদের চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করেছে। এ অবস্থায় রাজধানী কাবুলে নারীদের জন্য চালু হওয়া একটি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ হতে যাচ্ছে। এক বছর আগে চালু হওয়া প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নারী উদ্যোক্তা নীলাভ।

তিনি জানান, ‘আমি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। ৩০ জনের বেশি নারীর ড্রাইভিং শেখার আগ্রহ ছিল। কিন্তু গত এক মাসে কেউই প্রশিক্ষণ কেন্দ্রে আসেননি’।

মুগ্ধা নামক এক নারী যিনি গত মাসে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ড্রাইভিং শেখেন। বলেন, নারীদের কর্মসংস্থান ও দক্ষতা বাড়ানোর কাজ চালিয়ে যেতে হবে। নিজের পায়ে দাঁড়ানো এবং অন্যের ওপর যেন নির্ভর করতে না হয় সে জন্য গাড়ি চালানো শিখেছিলাম।

গীতি নামের আফগান নারী বলেন, শুধু আমি নই সব আফগান নারীর কিছু লক্ষ্য রয়েছে যারা বেকার থাকতে চান না।

তালেবানের ভয়েই মূলত নারীরা ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যেতে পারছেন না। তালেবান সরকার গঠনের ঘোষণার সময় শরিয়াহ আইনের ভিত্তিতে দেশ পরিচালনার ঘোষণা দেয়। নতুন সরকারেও নারীদের কোনও অংশগ্রহণ রাখেনি।