চীন-ভারতের আলোচনা ব্যর্থ, একে অপরকে দুষছে দুই দেশ

লাদাখের বিতর্কিত সীমান্তে সংকট নিরসনে চীন-ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের ১৩তম বৈঠক থেকে কোনও ফলপ্রসূ সমাধান আসেনি। এবারের আলোচনায় ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা থাকলেও তা ভেস্তে গেছে।

রবিবার প্রায় আট ঘণ্টা বৈঠক করেন ভারত ও চীনের সেনা কমান্ডাররা। এদিন ১৩ তম পতাকা বৈঠকে বসেছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত কোনও সমাধানে পৌঁছাতে পারেননি। ভারত এবং চীন দুই দেশই বিবৃতি দিয়ে বৈঠক ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে।

বৈঠকের পর সোমবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিতর্কিত সীমান্ত থেকে একাধিকবার চীনকে সেনা পিছিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছিল। সংকট সমাধানে পৌঁছাতে গেলে সেনা সরাতে হবে। এটাই ভারতের দাবি।

বিবৃতিতে আরও বলা হয়, 'ভারতের পক্ষ থেকে গঠনমূলক পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু বেইজিং তাতে সম্মত নয়। এমনকি তাদের পক্ষ থেকে কোনও দূরদর্শী প্রস্তাব দিতেও পারেনি’।

অন্যদিকে চীনের সামরিক বাহিনী তাদের বিবৃতিতে দাবি করছে, ভারতের প্রস্তাব অযৌক্তিক এবং নিজেদের অবাস্তব প্রস্তাবের প্রতি তারা অটল। সে কারণেই বৈঠক ব্যর্থ হয়েছে'।

লাদাখের সীমান্ত নিয়ে চীন-ভারত বিতর্ক অনেক দিন থেকেই। এই সংকট আরও বেড়ে যায় ২০২০ সালের জুন মাসে। চীন-ভারতের গালওয়ান সীমান্তে দুই দেশের সেনার হাতাহাতিতে জড়ালে ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়। লাদাখ সীমান্ত দু’দেশের সেনা অবস্থান নিয়ে লাগাতার আলোচনা চলছে। সীমান্তের দুই ধারে দুই দেশই সেনা মোতায়েন করে রেখেছে। ফলে সেখানেউত্তেজনা বিরাজ করছে।