পাঞ্জাবে পিটিআইয়ের জয়, আগাম জাতীয় নির্বাচনের ডাক ইমরানের

পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে নিজ দলের বিজয়ের পর ফের আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর আল জাজিরার।

২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ১৫টিতে জয় পেয়েছে তার দল তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই)। একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পিএমএল-এন জয় পেয়েছে মাত্র ৪ আসনে। ফলে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রদেশের নিয়ন্ত্রণ এখন পিটিআইয়ের নিয়ন্ত্রণে।

রবিবার (১৭ জুলাই) পাঞ্জাবের ১৪ জেলার ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহিংসতার ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

টুইট বার্তায় ইমরান খান বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের বাইরে অন্য কোনও বিকল্প পথ বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে। ফলে অর্থনীতি বাধাগ্রস্ত হয়। তিনি পাঞ্জাবের মানুষ ও দলের কর্মীদের ধন্যবাদ জানান ইমরান। নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন পিএমএল-এন এর নেতা মরিয়ম নওয়াজ।