‘আগামী সপ্তাহে শ্রীলঙ্কা ফিরছেন রাজাপাকসে’

ব্যাপক গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী সপ্তাহে দেশে ফিরবেন। রাজাপাকসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রদূত উদয়ঙ্গা ওয়েরাতুঙ্গা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ফার্স্টের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সাবেক রাষ্ট্রদূত উদয়ঙ্গা ওয়েরাতুঙ্গা নিউজফার্স্টকে জানিয়েছেন, আগামী ২৪ আগস্ট রাজাপাকসে শ্রীলঙ্কায় পৌঁছাবেন।

উল্লেখ্য, গত জুলাইয়ে বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। সামরিক বিমানযোগে প্রথমে মালদ্বীপ যান তিনি। সেখান থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে পাড়ি জমান সিঙ্গাপুরে। গত ১১ আগস্ট সিঙ্গাপুর ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নেন তিনি।

শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সদস্য ৭৩ বছরের গোতাবায়া শ্রীলঙ্কার সেনাবাহিনীতে কাজ করেছেন। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। গোতাবায়া রাজাপাকসে প্রতিরক্ষামন্ত্রী থাকার সময়ে সরকারি বাহিনী ২০০৯ সালে চূড়ান্তভাবে তামিল বিদ্রোহীদের পরাজিত করে। অবসান ঘটে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের। কয়েকটি মানবাধিকার গ্রুপ চায় ওই সময়ে রাজাপাকসের সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত হোক। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।