ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে শনিবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপদার্থবিদ্যা বিষয়ক সংস্থা বিএমকেজি-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৯ জন। এছাড়া বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএমকেজি প্রধান দ্বিকোরিতা কর্নাবতী জানিয়েছেন, কম্পনের ফলে বিভিন্ন শহরে লোকজন ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে।

দ্বিকোরিতা কর্নাবতী জানান, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টা ২৮ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। পরে আরও ৫৩টি আফটার শক রেকর্ড করা হয়।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রত্যক্ষ করে। ২০০৪ সালে সুমাত্রা উপকূলে ৯.১ মাত্রার ভূমিকম্প ও এরপরের সুনামিতে এই অঞ্চলজুড়ে দুই লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়। এরমধ্যে ইন্দোনেশিয়ায় মারা যায় এক লাখ ৭০ হাজার মানুষ।

২০১৮ সালে লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ৫৫০ জনের মৃত্যু হয়। গত বছর সুলাওসি দ্বীপে ৭.৫ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে চার হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়।