সীমান্তে মুখোমুখি চীন ও ভারতীয় সেনারা

লাদাখ সীমান্তের পশ্চিম হিমালয় অঞ্চলে ভারত ও চীনের মধ্যকার পরিস্থিতিকে নাজুক ও বিপজ্জনক বলে বর্ণনা করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানকার পরিস্থিতি নিয়ে শনিবার (১৮ মার্চ) উদ্বেগ জানিয়ে তিনি বলেন, 'সীমান্তের কিছু অংশে দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থানে।'

২০২০ সালের মাঝামাঝিতে লাদাখ সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ ভারতীয় সেনা নিহত হন। চীনের সামরিক বাহিনীরও কয়েকজন হতাহত হন। ওই ঘটনার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে দফায় দফায় আলোচনা চলে উভয়পক্ষের কূটনৈতিক ও শীর্ষপর্যায়ের সামরিক প্রতিনিধিদের।

গত বছরের ডিসেম্বরেও এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের সীমান্ত এলাকায় সংঘর্ষের শঙ্কা জাগলেও বড় ধরনের ঘটনা ঘটেনি।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জয়শঙ্কর বলেন, 'আমি এ বিষয়ে চিন্তিত কারণ, সীমান্তের এমন কিছু জায়গা রয়েছে যেখানে দুই দেশের সামরিক বাহিনী অনেকটা মুখোমুখি অবস্থানে। যা খুবই বিপজ্জনক।'

ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন, 'চীন ২০২০ সালের সেপ্টেম্বরের সম্পাদিত নীতিগত চুক্তি মেনে সীমান্তের দ্বন্দ্বের সমাধান যতক্ষণ না করে ততক্ষণ স্বাভাবিক হবে না।'

তবে বিতর্কিত অনেক এলাকা থেকে উভয়পক্ষের বাহিনী দূরে অবস্থান করছে। পাশাপাশি অমীমাংসিত পয়েন্ট নিয়ে বেইজিং-দিল্লির আলোচনা চলছে বলেও জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, 'আমরা চীনকে স্পষ্ট করে দিয়েছি। আপনি শান্তি উপেক্ষা করে চলতে পারে না। আপনি চুক্তি লঙ্ঘন করতে পারেন না।'

সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেও জানান জয়শঙ্কর।  সূত্র: রয়টার্স