মালয়েশিয়া উপকূলে তেলের ট্যাংকারে আগুন, তিন ক্রু নিখোঁজ

মালয়েশিয়ার দক্ষিণ উপকূলে একটি বড় তেলের ট্যাংকারে বড় ধরনের আগুন লাগার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় তিনজন ক্রু নিখোঁজ। জাহাজটিতে মোট ক্রু ছিল ২৮ জন। সোমবার (১ মে) এ দুর্ঘটনা ঘটে।

গ্যাবনের নিবন্ধনকৃত জাহাজটি চীন থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিলো। মালয়েশিয়ার সমুদ্র কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আগুন লাগা জাহাজের নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি'র (এমএমইএ) কর্তৃপক্ষ জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ওই ট্যাংকারে আগুন লাগার সতর্ক সংকেত পায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় একটি উদ্ধারকারী দল। এমএমইএ’র পরিচালক অ্যাডমিরাল নুরুল হিজাম জাকারিয়া বলেন, সৌভাগ্যবশত ২৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করা গেছে।

তেলের ট্যাংকারটিতে আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও তদন্তে নেমেছ প্রশাসন।