যুক্তরাষ্ট্রের পর এবার জাপান ও তাইওয়ানের আকাশে চীনা গোয়েন্দা বেলুন

যুক্তরাষ্ট্রের পর এবার জাপান ও তাইওয়ানের আকাশে দেখা গেলো চীনের গোয়েন্দা বেলুন। বিষয়টি নিশ্চিত করে জাপান বলেছে, ভবিষ্যতে এমন বেলুন আবার নজরে এলে তা ভূ-পাতিত করার জন্য দেশটি প্রস্তুত। সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউকো মুরাকামি বলেন, ‘নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সব ধরনের সতর্কতা অবলম্বন করছে সরকার।’

সম্প্রতি বিবিসির প্যানোরামা নামক একটি প্রতিষ্ঠানের স্যাটেলাইট চিত্রে বিষয়টি ধরা পড়েছে। বেলুন শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। প্যানোরামার প্রতিষ্ঠাতা কোরি জাস্কোলস্কি বলছেন, জাপানের আকাশে ২০২১ সালেও এমন বেলুন শনাক্ত করেছিলেন তিনি, তবে তা প্রকাশ করেননি তখন।

বিষয়টি নিয়ে তাইওয়ানের তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। তাইওয়ানের সরকার বলছে, তারা বিশ্বাস করে এটি চীনের বেসামরিক কাজে ব্যবহৃত আকাশযান। তবে বিবিসির এই প্রমাণ নিয়ে কোনও মন্তব্য করেনি চীন।

চলতি বছরেই মার্কিন আকাশে এমন গোয়ান্দা বেলুন শনাক্ত হলে তা গুলি করে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে নতুন করে শুরু হয় মার্কিন-চীন সম্পর্কের টানাপোড়েন। এ কারণেই মূলত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সে সময় ঘোষিত চীন সফরও বাতিল করেছিলেন।

তবে চীনের দাবি, আবহাওয়াবিদ্যার মতো বৈজ্ঞানিক গবেষণার জন্য তারা এমন বেলুন ব্যবহার করে। এটিকে অনিচ্ছাকৃত ও বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করে চীন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষক জন কুলেভার বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘এটি শুধু একবারের ঘটনা নয়, প্রায় ৫ বছর ধরে এরকম বেলুনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।’ সূত্র: বিবিসি