চীন-ভিয়েতনামে টাইফুন তালিমের তাণ্ডব, শত শত ফ্লাইট বাতিল

দক্ষিণ চীন ও ভিয়েতনামের স্থলভাগে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘তালিম’। ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। শত শত ফ্লাইট ও ট্রেনের শিডিউল বাতিল করেছে কর্তৃপক্ষ। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার লাখ লাখ মানুষকে।

চীনের আবহাওয়া বিভাগের প্রশাসন জানিয়েছে, এ বছরের চতুর্থ টাইফুন তালিম সোমবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে গুয়াংডং প্রদেশের উপকূলে আঘাত হানে। তখন বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৩৬ দশমিক ৮ কিলোমিটার।

গুয়াংডং থেকে চীনের হাইনান প্রদেশে পর্যন্ত ঝড়-বৃষ্টি দেখা দিয়েছে। সোমবার বিকাল ৫টা পর্যন্ত গুয়াংডং থেকে ২ লাখ ৩০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

ঝড় মোকাবিলায় দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধারকাজে নামানো হয়েছে হেলিকপ্টার ও নৌযান। চীনা কর্তৃপক্ষ বলছে, টাইফুনটি মঙ্গলবার সকালের দিকে গতি হারাতে পারে। পরদিন বুধবার ‘উত্তর ভিয়েতনামের দিকে এগোনের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে সোমবার ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছিল, কোয়াং নিন ও হাই ফং প্রদেশের ৩০ হাজার লোককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। ভিয়েতনামের এই দুই জায়গায় তাণ্ডব চালানোর পূর্বাভাস ছিল।

টাইফুন তালিমের কারণে এখনও চীন ও ভিয়েতনামে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা