উত্তর গাজার ১১ লাখ মানুষের স্থানান্তর চায় ইসরায়েল: জাতিসংঘ 

ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছে, উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তর করা উচিত। শুক্রবার (১৩ অক্টোবর) জাতিসংঘের একজন মুখপাত্র এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতিসংঘ বলেছে,  উত্তর গাজার ওয়াদি এলাকায় ১১ লাখ মানুষ বসবাস করে। যা সমগ্র গাজা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। গতকাল স্থানীয় সময় রাত ১১টার দিকে এই ঘোষণা দিয়েছে ইসরায়েল।

জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, বিধ্বংসী মানবিক পরিণতি ছাড়া এই ধরনের স্থানান্তর সম্ভব নয়।

গত শনিবার (৭ অক্টোবর) হামাস যোদ্ধাদের আকস্মিক হামলার পর থেকে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলে। এখনও গাজা সীমান্তে সেনা, ভারী কামান ও ট্যাংক সংগ্রহ করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলে।

ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। অপর দিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০০ ছাড়িয়েছে। সেখানে বাস্তুচ্যুত হয়েছে ৪ লাখ ২৩ হাজার মানুষ।