আফগানিস্তানের একই প্রদেশে তৃতীয় দফা ভূমিকম্প

এক সপ্তাহের ব্যবধানে আফগানিস্তানের হেরাত প্রদেশে তৃতীয় দফায় আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প। তবে এতে বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রবিবার সকাল ৮টার দিকে হেরাত শহরের কাছেই ৬ দশমিক ৩ মাত্রার কম্পন অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে যার গভীরতাও ছিল ৬ দশমিক ৩ মিটার।

গত ৮ তারিখে দেশটিতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের তাণ্ডবে অঞ্চলটিতে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এরপর থেকে আফটার শক অনুভূত হয় কয়েক দফা। ইউএসজিএস জানায়, সর্বশেষ কম্পনের উৎপত্তিস্থল ইরান সীমান্তবর্তী হেরাত থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

রবিবারের ভূমিকম্প আঘা হানার প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউইএচও) জানিয়েছে, হেরাতের স্থানীয় হাসপাতালগুলোয় আহত অন্তত ১০০ জন চিকিৎসা নিয়েছেন। 

সূত্র: বিবিসি, আল জাজিরা