ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর বলেছেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হলে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু হবে। রবিবার তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জয়শংকর বলেছেন, ভিয়েনা কনভেনশন মেনে কানাডা যদি ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার ব্যবস্থা করে, তবেই ভিসা পরিষেবা চালু করা সম্ভব। কারণ এই কনভেনশনের মৌলিক দিকগুলোর অন্যতম হলো কূটনীতিকদের নিরাপত্তা। বর্তমানে যা কানাডায় লঙ্ঘিত হচ্ছে। আমাদের কূটনীতিকরা নিরাপদ নন।
ভারত-কানাডা সম্পর্ক নিয়ে জয়শংকর বলেছেন, এখন আমাদের সম্পর্ক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ কানাডার রাজনীতির একটি অংশ ও তাদের বেশ কিছু নীতির ক্ষেত্রে আমাদের সমস্যা রয়েছে।
সম্প্রতি ভারতের দাবির পর ৪১ জন কূটনীতিককে ফিরিয়ে নেয় কানাডা। গত মাসে কানাডাকে কূটনীতিকের সংখ্যা কমাতে বলেছিল নয়াদিল্লি। কানাডীয় কর্মকর্তারা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই উত্তেজনা বাড়তে থাকে ভারত ও কানাডার সম্পর্কে। তবে হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দিল্লি। এর জের ধরে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করে ভারত। কানাডা ভিসা ইস্যু জারি রেখেছে।