ফল প্রকাশে বিলম্ব, বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় বিক্ষোভের ডাক দিয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলি খান। পিটিআইয়ের সব নেতা-কর্মী ও সমর্থকদেরকে রবিবার ১১ ফেব্রুয়ারি নির্বাচনি এলাকার রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।

তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনা অনুযায়ী ব্যারিস্টার গোহর বলেন, যে নির্বাচনি এলাকায় ফল প্রকাশে বিলম্ব করা হয়েছে সেখানে বিক্ষোভ সমাবেশ করতে হবে। কারণ ফল প্রকাশে বিলম্ব করে জয়ী আসনগুলোকে আন্তর্জাতিকভাবে পরাজয় দেখাচ্ছে।

বিক্ষোভ সমাবেশের ধরন উল্লেখ করে গহর বলেন, প্রতিবাদ মিছিল হবে শান্তিপূর্ণ। পিটিআইয়ের সমর্থকদেরকে আইন মেনে বিক্ষোভ সমাবেশ করতে হবে।

এদিকে ১৭০ আসন জয়ের দাবি করে গহর বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন ইমরান খান নিজেই।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পাকিস্তানের নির্বাচন হয়েছে। মোট ২৬৬ সংসদীয় আসনের মধ্যে একটি ব্যতীত বাকি সবকটিতেই ভোট হয়েছে।

জানা গেছে, ভোট গ্রহণের ৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়নি। ২৫২টি আসনের ফল জানা গেছে। সেখানে ৯৯ আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) স্বতন্ত্র প্রার্থীরা।

অপর দিকে ৭১ আসন পেয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩ আসন। এখনও ১৩টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।