X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

অভিযান ও আলোচনায় জিম্মিদের ফেরাতে কাজ করছে ইসরায়েল: গ্যালান্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৪, ২২:১৪আপডেট : ২৬ মে ২০২৪, ২২:১৪

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের উদ্ধারে সামরিক অভিযান ও আলোচনার মাধ্যমে কাজ করছে ইসরায়েল। রবিবার (২৬ মে) গাজার রাফাহ শহরে সেনাদের সঙ্গে কথোপকথনে তিনি এই মন্তব্য করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইয়োভ গ্যালান্ট বলেছেন, উপত্যকার রাফাহতে আমাদের লক্ষ্য অনেক বেশি স্পষ্ট হয়েছে, তা হলো হামাসকে নির্মূল করা, জিম্মিদের ফেরত আনা ও মুক্ত পদক্ষেপ বজায় রাখা।

জিম্মিদের বিষয়ে তিনি বলেছেন, অভিযান ও চুক্তিসহ সম্ভাব্য সব উপায়ে তাদের ফেরত আনতে ইসরায়েল কাজ করছে।

গ্যালান্টের কার্যালয় জানিয়েছে, দক্ষিণ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের বিষয়ে তাকে অবহিত করা হয়েছে।

এদিকে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গাজায় চলমান সংঘাত বন্ধ ও ১২০ জনের বেশি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে থমকে থাকা পুনরায় শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি এই বিষয়ে বৈঠক করেছেন ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং কাতারের প্রধানমন্ত্রী। 

এই বিষয়ে অবগত এক কর্মকর্তা বলেছেন, মিসরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের একটি নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা পুনরায় শুরু করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সক্রিয়ভাবে জড়িত রয়েছে যুক্তরাষ্ট্র।

তবে হামাস কর্মকর্তা বলেছেন, এমন খবর সত্য নয়। অপর এক হামাস কর্মকর্তা ইজ্জাত এল-রেশিক বলেছেন, মধ্যস্থতাকারীদের কাছ থেকে নতুন আলোচনা শুরুর বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি।

হামাসের দাবি পুনরায় উল্লেখ করে তিনি বলেছেন, শুধু রাফাহ নয়, গাজা উপত্যকায় সম্পূর্ণ ও স্থায়ী ভিত্তিতে আগ্রাসন বন্ধ করাই হলো মূল দাবি।

ইসরায়েল জিম্মিদের ফিরিয়ে আনতে চাইলেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলে আসছেন যে, হামাসকে পুরোপুরি নির্মূল করা ছাড়া চলমান যুদ্ধ শেষ হবে না।

/এএ/
সম্পর্কিত
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
মিয়ানমারের মংডুতে সংঘাত, আটকে পড়ার ঝুঁকিতে ৭০ হাজার রোহিঙ্গা
ইসরায়েল-লেবানন সীমান্তে বেড়েছে উত্তেজনা, সতর্ক নেতানিয়াহু সরকার
সর্বশেষ খবর
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কোরবানির পশুর বর্জ্যমুক্ত চট্টগ্রাম
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কোরবানির পশুর বর্জ্যমুক্ত চট্টগ্রাম
মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
ঈদের মোনাজাতমর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
হাতের যত্নে একটু সময়
হাতের যত্নে একটু সময়
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ