২৯ ফেব্রুয়ারির মধ্যেই পাকিস্তানে নতুন পার্লামেন্ট অধিবেশন?

২৯ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানে পার্লামেন্টের নতুন অধিবেশন আহ্বান করেতে হবে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, ওইদিনের মধ্যেই নতুন অধিবেশন আহ্বান করতে বাধ্য প্রেসিডেন্ট আরিফ আলভি। সোমবার (১২ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। 

এরই মধ্যে নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানাতে সমস্ত ব্যবস্থা নিয়েছে জাতীয় পরিষদ সচিবালয়।

সংবিধানের ৯১(২) ধারা অনুযায়ী,  নির্বাচনী ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা বা প্রজ্ঞাপন জারির পর ২১ দিনের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে প্রেসিডেন্টকে।

যদি এর আগে প্রেসিডেন্ট নতুন অধিবেশন আহ্বান না করেন, তাহলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন থেকে পরবর্তী ২১ তম দিনে অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া ১ ও ২ মার্চ যথাক্রমে নতুন স্পিকার ও প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। তাই এর আগেই বিজয়ী দলকে সরকার গঠন করেতে হবে।

নির্বাচন আইন ২০১৭ (২০২৩ সালে সংশোধিত) এর ধারা ৯৮ অনুসারে, নির্বাচনের ১৪ দিনের মধ্যে ইসিপিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করতে হবে। ফল ঘোষণার তিনদিনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের কোনও একটা দলে যোগ দিতে হবে। আর চতুর্থ দিন সংরক্ষিত আসনে নারী সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।