মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনা বড় কিছু না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার দেশটির সাধারণ নির্বাচন নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, এই সমালোচনা বড় কিছু না। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আনওয়ারুল হক কাকার বলেছেন, যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক র পাকিস্তানি প্রবাসী রয়েছেন। যাদের অনেকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খুব সক্রিয়। দেশের রাজনীতির প্রতি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি সেখানে স্থায়ী হতে সুবিধা দেয়। স্থানীয় অর্থ সংগ্রহের অনুষ্ঠানে যোগ দিন তাহলে এক, দুই বা কয়েকজন কংগ্রেস সদস্যকে প্রভাবিত করতে পারবেন।

কাকার বলেছেন, মার্কিন কংগ্রেস সদস্যরা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য না। তাদের মন্তব্য করার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে।

তিনি বলেছেন, নির্বাচনি প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দল কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তক্ষেপের অভিযোগ ঠেকাতে সংলাপ ও আইন প্রয়োজন। আপনাদের পার্লামেন্ট রয়েছে। টেলিভিশনের টক শোতে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে না। আসল স্থান হলো পার্লামেন্টে। সব রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিত্ব রয়েছে সেখানে।

তিনি আরও বলেছেন, এ জন্য একসঙ্গে বসতে হবে। এটি পাকিস্তানের রাজনৈতিক শ্রেণির প্রতিনিধিত্বের বিষয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের অংশ। কিন্তু সরকার প্রতিবাদকারীদের দেশকে বিশৃঙ্খলায় নিয়ে যেতে দিতে পারে না।

নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করে কাকার বলেছেন, ৮ ফেব্রুয়ারির সুষ্ঠু ও নিরপেক্ষ উপায়ে হয়েছে। কোনও প্রতিষ্ঠান, রাজনৈতিক গোষ্ঠী বা ব্যক্তিবর্গকে ভয় দেখানো বা সুবিধা দেওয়ার কোনও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আমাদের নেই।