কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?

উৎসবমুখর পরিবেশে চলছে ভারতের লোকসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গসহ ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮ আসনে চলছে গণতন্ত্রের উৎসব। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে সকাল থেকেই ভোটকেন্দ্রে জড়ো হয়েছেন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছেন ভোটাধিকার প্রয়োগের। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ধাপের ভোটে সকাল ৯ টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে মাত্র ৯.৩ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। রাজ্যটির একটি আসনেই ভোটগ্রহণ চলছে। সেখানে ভোট পড়েছে ১৬.৭ শতাংশ।

ত্রিপুরার পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে ১৫.৬৮ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে ভোটদানের হার ৭.৫ শতাংশ।

এদিকে, ভোটদানে পিছিয়ে নেই দার্জিলিং এবং বালুরঘাটও। নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ১৫.৭৪ শতাংশ ভোট পড়েছে। আর বালুরঘাটে পড়েছে ১৪.৭৪ শতাংশ ভোট।