মালয়েশিয়ার একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন কর্মকর্তা। শুক্রবার (১৭ মে)ভোরে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের উলু তিরাম শহরে এই ঘটনা ঘটেছে। কট্টরপন্থি জেমাহ ইসলামিয়াহ গ্রুপের এক সদস্য এই হামলা ঘটিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, থানায় কর্তব্যরত পুলিশ এক দম্পতির সঙ্গে দুই বছরের পুরনো একটি ঘটনা নিয়ে কথা বলছিলেন। ওই ঘটনা নিয়ে একটি বিবৃতি দিতে চাইছিলেন তারা। তখন সন্দেহভাজন ওই ব্যক্তি একটি মোটরসাইকেলে চড়ে স্টেশনের পিছনে আসেন। পুলিশের ইন্সপেক্টর জেনারেল রাজারুদিন হোসেনের বরাতে নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকায় এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, স্টেশনে প্রবেশের সময় ওই সন্দেহভাজনের হাতে একটি ছুরি ছিল। তখন এক অফিসার মুখোমুখি হওয়া মাত্রই সন্দেহভাজন ব্যক্তি তাকে ছুরি দিয়ে আঘাত এবং দ্বিতীয় অফিসারকে পুলিশের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করেন তিনি।
মালয়েশিয়ার মিডিয়াকে রাজারুদিন বলেছেন, থানার থেকে দূরে সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ‘জেআই-সম্পর্কিত অসংখ্য নমুনা’ খুঁজে পেয়েছে পুলিশ। তার পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সন্দেহভাজনের ৬২ বছর বয়সী বাবাও রয়েছেন। তিনি একজন ‘পরিচিত জেআই সদস্য’ ছিলেন। এছাড়া, থানায় অভিযোগ দায়ের করতে আসা ওই দুজনকেও আটক করা হয়েছে।
রাজারুদিনের বরাত দিয়ে মালয় মেইল নিউজ জানিয়েছে,সিঙ্গাপুরের সীমান্তবর্তী রাজ্যে বসবাসরত জেআই-এর অন্যান্য সদস্যদেরও গ্রেফতার করা হচ্ছে।
একটি আল-কায়েদা-সংশ্লিষ্ট গোষ্ঠী জেমাহ ইসলামিয়াহ। ইন্দোনেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে একটি কট্টর ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এর লক্ষ্য।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে জেআই নিষিদ্ধ।