দ. কোরিয়া ও জাপানের সঙ্গে মার্কিন মহড়ার নিন্দা উ. কোরিয়ার

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার নিন্দা করেছে উত্তর কোরিয়া। শনিবার (২৩ নভেম্বর) একটি বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় দেশটি সতর্ক করে, রাষ্ট্রকে রক্ষা করতে প্রয়োজনে অবিলম্বে পদক্ষেপ নেবে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গত সপ্তাহে এই তিন দেশ ‘ফ্রিডম এজ’ নামে তিন দিনের একটি যৌথ মহড়া পরিচালনা করেছে। এ মহড়ায় ফাইটার জেট ও সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি মার্কিন পরমাণুচালিত বিমানবাহী জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন অংশ নিয়েছিল।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্র ও তার অনুগামীদের উত্তর কোরিয়ার প্রতি শত্রুতায় অবিলম্বে আরও উস্কানি ও অস্থিতিশীলতা সৃষ্টির বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে সতর্ক করছি যা কোরীয় উপদ্বীপ ও এর আশেপাশে সামরিক সংঘর্ষকে সত্যিকারের সশস্ত্র সংঘাতে পরিণত করতে পারে।’

রাষ্ট্রীয় মিডিয়া কেসিএনএ প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সব বিকল্প প্রস্তুত রাখবে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের সময় ঝুঁকি নিয়ন্ত্রণে প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থাও নেবে।